নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের পর চট্টগ্রাম টেস্টেও বড় হার দেখেছে বাংলাদেশ। সাগরিকায় ১৯২ রানে হেরেছে টাইগাররা। আর এতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা। স্বাগতিকদের হোয়াইটওয়াশের তিক্ততা দিয়ে ট্রফি নিয়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন সফরকারীরা।
বাংলাদেশের হারের পেছনে অন্যতম দায় ফিল্ডিং ব্যর্থতা। পুরো সিরিজেই শ্রীলঙ্কান ব্যাটারদের অনেকগুলো ক্যাচ মিস করেছে বাংলাদেশের ফিল্ডাররা। আর যার ফল হিসেবে ভুগতে হয়েছে রান হজম করা। লঙ্কান ব্যাটাররা জীবন পেয়ে রান করে বাংলাদেশের উপর বোঝা চাপিয়েছেন।
ফিল্ডারদের এমন ব্যর্থতা নিয়ে প্রশ্ন ছুঁড়ে গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র কাছে। ম্যাচ শেষে শান্ত জানিয়েছেন, কেন ক্যাচ মিস হয়েছে তার উত্তর নেই। তবে সবাই যথেষ্ট অনুশীলন করেছে, প্রস্তত ছিল।
শান্ত বলেন, ‘ফিল্ডিংয়ের বিষয়ে যেটা বলব যে, সবাই যথেষ্ট অনুশীলন করেছে। অনুশীলনে সবাই প্রত্যেকটা ক্যাচও নেয়। কেন হয়েছে তার উত্তর নেই। তবে ফিল্ডিংয়ের প্রস্তুতির কথা যদি বলি, তাহলে বলব সবাই প্রস্তুত ছিল। কিন্তু ক্যাচগুলো আমরা নিতে পারিনি।’
Discussion about this post