স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার এসএটোয়েন্টির দ্বিতীয় আসরে এমআই কেপ টাউনের নেতৃত্ব পেলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ড। গত বছর এসএটোয়েন্টির প্রথম আসরে দলটির অধিনায়ক ছিলেন রশিদ খান। তবে এবার চোটের কারণে ছিটকে গেছেন তিনি। এবার তার অনুপস্থিতিতে পোলার্ডকে অধিনায়কত্ব দেওয়ার কথা রোববার বিবৃতি দিয়ে জানায় কেপ টাউন।
এসএটোয়েন্টি হবে আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৯ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আইএল টি-টোয়েন্টি। একই সময়ে হবে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশ ও বাংলাদেশের বিপিএল। পোলার্ড এবারের আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসেও চুক্তিবদ্ধ রয়েছেন। এবার দেখা যাক একই সময়ে হওয়া দুই ফ্র্যাঞ্চাইজি লিগের কোনটিকে বেছে নেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post