স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজেও জায়গা করে নিলেন কেসি কার্টি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে। টেস্ট ও ওয়ানডে দলে খেলা কেসি কার্টি সুযোগ পেয়েছেন এবার টি-২০ দলে।
চোট থেকে সেরে ওঠা উইকেটকিপার–ব্যাটসম্যান জনসন চার্লসকেও ফেরানো হয়েছে টি–২০ দলে। ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলা অধিনায়ক শাই হোপ ও শেরফান রাদারফোর্ডের জায়গা হয়নি ক্যারিবিয়ানদের টি-২০ দলে্। বিগ ব্যাশে খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন তাঁরা।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে পারবেন না স্পিনার আকিল হোসেন। তিনিও বিগব্যাশে যাবেন। তাঁর জায়গায় যোগ দেবেন পেসার জেইডেন সিলস। বাংলাদেশের বিপক্ষে এবারের টি–২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল, সহ–অধিনায়ক ব্র্যান্ডন কিং। আগামি টি-২০ বিশ্বকাপকে পরিকল্পনায় রেখেই দল গঠন করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৬ টি–২০ বিশ্বকাপের প্রস্তুতি, ধারাবাহিকতা ও মনোযোগ ধরে রাখতে’ এই স্কোয়াড বেছে নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেছেন, গত নভেম্বরে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে কার্টির সেঞ্চুরিতে মুগ্ধ হয়েছিলেন তিনি, ‘সে আমাদের দেখিয়েছে, ওই সংস্করণেও ভালো হতে পারে। আর বাংলাদেশের বিপক্ষে খেলা, এমন একটা দল যাদের হালকা করে দেখার সুযোগ নেই। আমাদের তাই সবাইকেই চাই।’
আগামি ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে টি-২০ সিরিজ। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্টিত হবে ১৮ ডিসেম্বর। এই সফরের শেষ ম্যাচটি টাইগাররা খেলবে ২০ ডিসেম্বর। পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশ ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করলেও দশ বছর পর ক্যারিবিয়ানদের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে। এবার টি-২০ সিরিজ শুরুর পালা।
ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রান্ডন কিং (সহ–অধিনায়ক), কিসি কার্টি, জনসন চার্লস, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, টেরান্স হাইন্ডস, আকিল হোসেন/জেইডেন সিলস, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেড ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।
এসএোনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০