স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল নিয়ে আলোচনা-সমালোচনা আছে অনেক।মানহীন টুর্নামেন্ট, মানহীন খেলোয়াড় এমন অভিযোগও উঠে মাঝে মধ্যে। এবারতো বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিপিএলের সমালোচনা করলেন।স্পষ্ট জানিয়ে দিলেন, বিপিএল যেনো একটা সার্কাস।
টাইগার হেড কোচের মতে- বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে কিছু মানহীন ক্রিকেটারও খেলছেন। তিনি বিপিএল দেখতে বসলে টিভি অফ করে দেন মাঝে মধ্যে। দেশের প্রধান কোচের এমন মন্তব্য নিয়ে তোলপাড় চলছে।
ক্রিকেট বোর্ডের প্রধান টুর্নামেন্টকেই মানহীন আর বুড়োদের টুর্নামেন্ট বলছেন বোর্ডের প্রধান কোচ। যে টুর্নামেন্ট দেখে তার প্লেয়ার বাছাইয়ের কথা, সেই টুর্নামেন্ট নিয়ে তিনি বিরক্ত, বন্ধ করে দেন টিভিও।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন কোচ। বাংলাদেশ কেন টি-২০ ক্রিকেটে বিশ্বমানের দল হতে পারছে না? কোচ হিসেবে কেমন মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘উপায় নেই তো! আমাদের একটা সঠিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে খারাপ লাগবে, কিন্তু মাঝেমধ্যে বিপিএল দেখতে গিয়ে আমি টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো ক্লাসেরই না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post