স্পোর্টস ডেস্কঃ টেস্টে কোনো ইনিংসে কোনো রান যোগ না করেই সবচেয়ে বেশি উইকেট হারানোর বিব্রতকর রেকর্ড গড়ল ভারত। কেপটাউনে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জার এই রেকর্ডে নাম লেখায় রোহিত শর্মার দল। ‘শূন্য’ রানে অর্থাৎ কোনো রান না করে নিজেদের শেষ ৬টি উইকেট হারিয়েছে সফরকারীরা। এমন ঘটনা আগে কখনো ঘটেনি।
এর আগে মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২৩.২ ওভারে ৫৫ রানেই গুটিয়ে দিয়েছিল ভারত। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন কাইল ভেরাইনে। বেডিংহাম করেন ১২ রান। সিরাজ নেন ৬ উইকেট। জাসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমার পান ২টি করে উইকেট। জবাবে সফরকারীরাও অলআউট হয় ১৫৩ রানে। প্রোটিয়াদের অল্প রানে গুটিয়ে দেওয়ায় প্রথম ইনিংসে ৯৮ রানের লিড পায় তারা। ৪ উইকেটেই ১৫৩ রান ছিল রোহিতদের। সেখান থেকে বাকি ৬ উইকেট হারিয়ে আর একটি রানও যোগ করতে পারেনি তারা।
ভারতের ৬ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন বিরাট কোহলি। রোহিত শর্মা ৩৯ আর শুভমান গিলের ব্যাট থেকে আসে ৩৬ রান। দক্ষিণ আফ্রিকার তিন পেসার- কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি আর নান্দ্রে বার্গার নেন তিনটি করে উইকেট। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। স্কোরবোর্ডে ৬২ রান জমা করেছে তারা। এখনও ৩৬ রানে পিছিয়ে আছে ডিন এলগারের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post