স্পোর্টস ডেস্ক:: কোপা আমেরিকার ফাইনাল মারামারির ঘটনায় কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতিকে ছেলেসহ গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও দর্শক বিশৃঙ্খলার কাণ্ডে।
এই ঘটনায় স্থানীয় পুলিশ কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামন জেসুরান (৭১) ও তার ছেলে রামন জামিল জেসুরান (৪৩)কে গ্রেফতার করে স্থানীয় কোর্টে তুলে। আদালত টার্নার গুইলফোর্ড নাইট সংশোধন কেন্দ্র (জেখানায়) তাদেরকে পাঠিয়েছেন। নিরাপত্তাকর্মীদের উপর হামলার ঘটনা নিয়ে সেখানেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে স্থানীয় পুলিম।
ফাইনালে মাঠের ভেতর দর্শকরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে ঝামেলা বাঁধে। বিশৃঙ্খল জনতাকে সামাল দিতে হিমশিম খেতে হয় মাঠের কর্মকর্তা-কর্মচারীদের। পরে ১ ঘণ্টা ২০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। ওই সময় মারামারির ঘটনায় ১৩০ জনের মতো আহন হন। পুলিশ তাৎক্ষণিক ভাবে ২৭ জনকে গ্রেফতারও করে।
স্থানীয় আদালত থেকে এখন জামিনে মুক্ত হবে হবে কলম্বিয়া ফুটবলের শীর্ষ কর্তাকে। এজন্য তাদেরকে দিতে হবে মুক্তিপণ। জেসুরানকে দিতে হবে ২ হাজার ডলার আর ছেলের মুক্তিপণ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ডলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post