স্পোর্টস ডেস্ক:: শিরোপা জেতা হয়নি। দুর্দান্ত খেলা কলম্বিয়া ফাইনালে ভালো খেলেও হেরে গেছে। কলম্বিয়াকে পুরো আসর জুড়ে সামন থেকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক জেমস রদ্রিগেজের হাতেই উঠলো প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার।
অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে গেছে কলম্বিয়া। রানার্সআপ হওয়ার দলটির বড় প্রাপ্য অধিনায়কের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা।
ফাইনালে বল দখলের লড়াইয়ে কলম্বিয়া এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জিততে পারেনি দলটি। ম্যাচের ৫৩ শতাংশ সময়ে বল ছিলো কলম্বিয়ার দখলে, আর্জেন্টিনার ৪৭ শতাংশ। কলম্বিয়া গোলে শট নিয়ে লক্ষ্যে রেখেছে ৪টি, আর্জেন্টিনা ১টি। কলম্বিয়ার মোট পাস ২৫৭টি, আর্জেন্টিনা ২৩২টি। নিখুঁত পাসিংয়ে এগিয়ে ছিলো কলম্বিয়া। তবে শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের কাছেই তাদেরকে হারতে হয়েছে।
শুরু থেকেই কলম্বিয়াকে আর্জেন্টিনাকে চাপে রাখার কৌশল নিয়ে খেলতে থাকে। দরুণ লড়াই করে দলটি। শিরোপার যে দাবিদার তারাও সেটি বুঝিয়ে দেয় মাঠের লড়াইয়ে। তবে ঠান্ডা মাথার লিওনেল স্কালোনি ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময় পর্যন্ত। এরপরই লাউতারো মার্টিনেজ আসল কাজটি করে ফেলেন। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এনে আরো একটি শিরোপা। দি মারিয়ার বিদায় রাঙান রঙিন ট্রফিতে।
গোল শুন্য সমতায় ম্যাচ রেখে ম্যাচের ৬৬তম মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের অশ্রুসিক্ত এমন বিদায়ে শঙ্কা তৈরি হয়, কলম্বিয়াকে রুখতে পারবে তো স্কালোনির শিষ্যরা। শেষ পর্যন্ত দলের সেরা তারকাকে দ্বিতীয়ার্ধ, অতিরিক্ত সময় খেলে কোপার শিরোপা নিয়েই বাড়ি ফিরছে আর্জেন্টাইনরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post