স্পোর্টস ডেস্কঃ চলছে কোপা আমেরিকার আসর। যেখানে অধিকাংশ দলেরই কোচ আর্জেন্টিনার। তবে তাদের সময়টা ভালো যাচ্ছে না। ইতিমধ্যেই কনমেবল থেকে শাস্তি ভোগ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও চিলির কোচ রিকার্দো গারেকা। দুজনই আর্জেন্টাইন। এবার আরও এক আর্জেন্টাইন কোচ কনমেবল থেকে শাস্তি পেলেন। তিনি হলেন ভেনেজুয়েলার ফের্নান্দো বাতিস্তা।
ভেনেজুয়েলার এই কোচ মূলত দেরী করে মাঠে আসার শাস্তি পেয়েছেন। মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে মধ্য বিরতির পর তার দল মাঠে আসতে দেরী করেছে। যার কারণে এক ম্যাচে ডাগ আউটে না থাকার নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ডাগ আউটে তাই দেখা যাবে না এই আর্জেন্টাইন কোচকে। চলতি আসরে শাস্তি পাওয়া তৃতীয় আর্জেন্টাইন কোচ তিনি।
সোমবার সকাল ৬টায় জ্যামাইকার বিপক্ষে মাঠে নামবে ভেনেজুয়েলা। এর আগে ভেনেজুয়েলার সহকারী কোচ লিয়ান্দ্রো কুফরে, যিনি কি-না ডাগ আউটের দায়িত্ব সামলাবেন এই ম্যাচে, তিনি বলেন, ‘বাতিস্তা খুবই ব্যথিত। কারণ তিনি দলকে নেতৃত্ব দিতে পারবেন না। তবে আমরা এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’
গ্রুপ পর্বে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ভেনেজুয়েলা। কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছে দলটি। জ্যামাইকার বিপক্ষে ন্যুনতম ড্র করতে পারলেই সেরা আটে চলে যাবে লাতিন আমেরিকার দেশটি। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের কোচকে ডাগ আউটে পাচ্ছে না তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post