স্পোর্টস ডেস্কঃ ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনার ও কলম্বিয়া। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসিরা খেলতে নামবে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার বিপক্ষে। এই ম্যাচে কোন জার্সি পরে খেলবে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা?
অবশ্য বিষয়টি জানা গেছে। ফাইনালে আর্জেন্টিনা তাদের ঐতিহ্যবাহী ‘হোম জার্সি’ পরে খেলবে। অর্থাৎ আকাশী নীল ও সাদা স্ট্রাইপের জার্সি, সাদা শর্টস ও সাদা মোজা পরে খেলবে তারা। আর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ পরবেন পুরোপুরি সবুজ রঙের জার্সি ও শর্টস। এর আগে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মেসি-দি মারিয়ারা তাদের চিরচেনা এই ‘হোম জার্সি’ পরে।
একই জার্সি গায়ে মাঠে নেমেছিল ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে লুসাইল স্টেডিয়ামে। ইতালির বিপক্ষে ফিনালিসিমাতেও একই জার্সি পরেছিল আলবিসেলেস্তেরা। এই তিনটি টুর্নামেন্টেই শেষ পর্যন্ত শিরোপা নিয়ে ঘরে ফেরে মেসি-দি মারিয়ারা। তাই এই কোপার ফাইনালেও তারা পরবনে ঐতিহ্যবাহী আকাশী নীল ও সাদা স্ট্রাইপের সেই জার্সি। এদিকে আর্জেন্টিনার সামনে রেকর্ড ১৬তম কোপা জয়ের সুযোগ। আর ২০০১ সালে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম শিরোপা জিতেছিল কলম্বিয়া। ২৩ বছর পর তাদের সামনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post