স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। শনিবার আহমেদাবাদে বড় জয় পেয়েছে রোহিত শর্মার দল। পাকিস্তানের করা ১৯১ রান তাড়ায় ৭ উইকেটে জিতেছে তারা। ম্যাচ শেষে মাঠের মধ্যেই বিরাট কোহলির কাছ থেকে জার্সি নিয়েছেন পাকিস্তান দলপতি বাবর আজম।
মাঠে কোহলির কাছ থেকে জার্সি নেওয়ার বিষয়ে বাবরের ওপর চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের সঙ্গে আলাপকাপে তিনি বলেন, ‘মাঠে বাবরের কোহলির সঙ্গে সাক্ষাৎ করা উচিত হয়নি। তার সঙ্গে এভাবে সামনাসামনি দেখা করার পরিস্থিতি তখন ছিল না। ওর গোপনে শার্ট (জার্সি) নেওয়া উচিত ছিল।’
আহমেদাবাদে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়া পাকিস্তান অলআউট হয় ১৯১ রানে। দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক দারুণ শুরু এনে দিয়েছিলেন দলকে। প্রথম ৮ ওভারে কোনো উইকেট পড়তে দেননি তারা। তবে এরপরই পাকিস্তানের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন ভারতের বোলাররা। এরপর ব্যাট করে রোহিত শর্মার ঝড়ো ফিফটিতে বড় জয় পায় স্বাগতিকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post