স্পোর্টস ডেস্কঃ ভারতে বিশ্বকাপ শুরুর আগে বন্ধু বিরাট কোহলিকে নিয়ে ভভবিষ্যদ্বাণী করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। বিশ্বকাপে সাবেক ভারতীয় অধিনায়ককে নিয়ে নিজের আকাশছোঁয়া প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। বলেছেন, কোহলি এবারের বিশ্বকাপে শীর্ষ তিন রান সংগ্রাহকের একজন হবেন।
সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, ‘বিরাট কোহলি দারুণ একটি বিশ্বকাপ কাটাতে যাচ্ছে। সে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রাহকদের একজন হতে যাচ্ছে। সর্বোচ্চ তিন সংগ্রাহকের মধ্যে সে অবশ্যই থাকবে।’
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোহলি ছাড়াও শ্রেয়াস আইয়ার-শুভমান গিলের ব্যাটিংয়ের ধরন আগে থেকেই পছন্দ ডি ভিলিয়ার্সের। তিনি বলেন, ‘আমি শ্রেয়াস আইয়ারের ব্যাটিং দেখতে খুব পছন্দ করি। মাঝের ওভারগুলোয় সে যেভাবে ব্যাট করতে, তা আমি দেখতে খুব পছন্দ করি। খুবই নিয়ন্ত্রিত এবং শান্ত থাকে সে, যা আমাকে শুভমান গিলের কথা মনে করিয়ে দেয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post