স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ভারত। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষটিতে বড় ব্যবধানে জিতেছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়া খেলতে নামা ভারত। গতরাতে ক্যারিবিয়ানদের ২০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। এটিই রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় উইন্ডিজ-ভারত ওয়ানডেতে।
ব্রিজটাউনের প্রথম ওয়ানডে জিতে ভারত সিরিজে ১-০ লিড নেয়। দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজ সিরিজে ১-১ সমতা ফেরায়। সেই ম্যাচে বিশ্রামে ছিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত ও কোহলি। এবার ত্রিনিদাদে সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। পুরো সিরিজে দুর্দান্ত খেলে সেরা নির্বাচিত হয়েছেন ইশান কিশান। তৃতীয় ওয়ানডে ম্যাচ সেরা শুভমান গিল।
ভারতের ৩৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে উইন্ডিজ ১৫১ রানে অলনআউট হয়ে যায়। গুডাকেশ মোতি ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। ভারতের শার্দুল ঠাকুর ৩৭ রানে ৪ উইকেট নেন। ৩০ রানে ৩টি উইকেট নেন মুকেশ কুমার। ২৫ রানে ২টি উইকেট নেন কুলদীপ যাদব। ১৬ রানে ১টি উইকেট নেন জয়দেভ উনাদকাট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post