স্পোর্টস ডেস্ক:: হাসান মাহমুদের টানা তিন উইকেট শিকারের পর কিছুটা ঘুরে দাঁড়িয়ে ছিলো ভারত। এরপর দু’দফা বাংলাদেশের ফিল্ডাররা ক্যাচ মিস করলে ঋশভ পন্থ ও জয়স্বী জসওয়াল ভারতকে এগিয়ে নিতে থাকেন। অবশেষে তাদের চতুর্থ উইকেট জুটি ভাঙলেন সাইন হাসান মাহমুদই।
ইনিংসের ২৬তম ওভারের তৃতীয় বলে হাসানের টানা চতুর্থ শিকারে ভারত দলীয় ৯৬ রানে হারিয়েছে ঋশভ পন্থকে। ছয় চারে ৫২ বলে ৩৯ রান করেছেন দীর্ঘদিন পর মাঠে নামা এই ব্যাটার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহন ২৬.৪ ওভারে চার উইকেটে ৯৭ রান। ২৬ রানে জসওয়াল ও ১ রানে রাহুল অপরাজিত আছেন।
সকালে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের সঠিকতা প্রমাণ করতে থাকেন হাসান মাহমুদ-তাসকিন আহমদরা। হাসান একে একে সাজঘরে ফেরত পাঠাতে থাকেন ভারতীয় ব্যাটারদের। ৩৬ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে দলীয় ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। হাসানের শিকারে সাজঘরে ফেরেন ১৯ বলে ৬ রান করা স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা। তার বিদায়ের পর তিনে নামা শুবমান গিলকেও প্যাভেলিয়নে ফেরত পাঠান এই পেসার। অষ্টম ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৮ রানের মাথায় ব্যক্তিগত রানের খাতা খুলার আগেই শুবমান গিল ফেরেত যাত সাজঘরে।
এরপর টাকা তৃতীয় উইকেটটি তুলে নেন হাসান মাহমুদ। এবার তার শিকারে পরিণত হন ভারতের বড় তারকা বিরাট কোহলি। ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে দুর্দান্ত এক ডেলিভারিতে দলীয় ৩৪ রানের মাথায় বিরাট কোহলিকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি। বিদায়ের আগে এই তারকা ছয় বলে ৬ রান করেন।
ইনিংসের ২৬তম ওভারের তৃতীয় বলে হাসানের টানা চতুর্থ শিকারে ভারত দলীয় ৯৬ রানে হারিয়েছে ঋশভ পন্থকে। ছয় চারে ৫২ বলে ৩৯ রান করেছেন দীর্ঘদিন পর মাঠে নামা এই ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০