স্পোর্টস ডেস্কঃ সিডনি টেস্টের মাধ্যমে ক্রিকেটের এই সংস্কারণকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার, সেটি আগেই জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু বিদায়ের আগে নিজের শেষ সম্বল হারিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। তার ব্যাগ থেকে অভিষেক ম্যাচে পাওয়া ব্যাগি গ্রিনটি চুরি হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এমনটা জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
৩৭ বছর বয়সী এই ওপেনার লিখেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু দুর্ভাগ্যবশত, কেউ আমার আসল লাগেজ থেকে আমার ব্যাকপ্যাকটি নিয়ে গেছে, যেখানে আমার ব্যাকপ্যাক এবং আমার মেয়েদের উপহার ছিল, এই ব্যাকপ্যাকের ভেতরে ছিল আমার ব্যাগি গ্রিন। এর সঙ্গে আমার আবেগ জড়িত। এটা আমি ফিরে পেতে চাই।’
ওয়ার্নার আরও বলেছেন, ‘যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’
এদিকে শুধু টেস্ট থেকেই নয়, ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন ওয়ার্নার। সাদা বলের এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা গত সোমবার দিয়েছেন তিনি। তবে দলের প্রয়োজন হলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন বলেও জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে এই সংস্করণকে বিদায় জানানোর ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ওয়ার্নার। আগামী বুধবার শুরু হবে সফরকারীদের বিপক্ষে অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ টেস্টটি। প্রথম দুই ম্যাচ জিতে তিন টেস্টের সিরিজটি এরই মধ্যে জিতে নিয়েছে স্বাগতিকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post