স্পোর্টস ডেস্ক:: হ্যারি কেইন। ইংলিশ অধিনায়কের ব্যক্তিগত অর্জনের শেষ নেই। বিশ্বকাপের গোল্ডেট বুট থেকে শুরু করে একাধিক শ্রেষ্ঠত্বের ট্রফি আছে তার। তবে এসব কিছুই যেনো তার কাছে তুচ্ছ। ক্যারিয়ারের সব অর্জনের বিনিময়ে হলেও আজ ইউরো জিততে চান ইংলিশ তারকা।
সবশেষ ১৯৬৬ বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এরপর থেকে জাতীয় দলের আর বৈশ্বিক তেমন বড় কোনো শিরোপা নেই। গত ইউরোতে শিরোপার খুব কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি। ফাইনালে গিয়েও চ্যাম্পিয়ন হওয়া হয়নি। হারতে হয়ে ছিলো ইতালির কাছে।
তবে এবার সেই আক্ষেপ ঘুঁচাতে চান কেইন। স্পেনের বিপক্ষে আজ রাতেই শিরোপা উদযাপন করতে চান তিনি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এবারের ইউরোর ফাইনাল। এই ট্রফির জন্য কেইন ক্যারিয়ারের সব অর্জনও বিনিময় করতে রাজি আছেন বলে মন্তব্য করেছেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কেইন বলেছেন, ‘এটা গোপন কিছু না যে আমি এখন পর্যন্ত দলীয় কোনো ট্রফি জিতিনি। কিন্তু প্রতিনিয়ত আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং এটা বদলানোর জন্য উজ্জীবিত হয়েছি। আগামীকাল (আজ রাত) রাতে আমার সামনে সুযোগ আছে অন্যতম বড় শিরোপাগুলোর একটি জেতার এবং দেশের হয়ে ইতিহাস গড়ার।’
ইংলিশদের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক কেইন। ৯৭ ম্যাচে ৬৭ গোল জ্বল জ্বল করছে তার নামের পাশে। এবার দেশের জন্য জিততে চান একটা ট্রফি। সেজন্য সব কিছুই বিসর্জন দিতে রাজি আছেন তিনি। বলেন, ‘ইংলিশ হিসেবে আমি গর্বিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্যারিয়ারে আমি যা করেছি, একটি বিশেষ রাতের জন্য এবং ম্যাচটি জেতার জন্য সব বিনিময় করতে রাজি আছি।’
ফাইনালের জন্য প্রস্তুুত আছে, রাতটি নিজের করে নিতে চান জানিয়ে বলেন ‘এখন থেকে সেই মুহূর্ত পর্যন্ত অনেক পরিশ্রম করতে হবে। আমি প্রস্তুত। এখন আমি এই রাতটিকে বিশেষ কিছু করে তুলতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post