নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে এসেছেন ডেভিড মিলার। ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। রোববার বাংলাদেশে পা রেখেই অনুশীলনে হাজির হয়েছিলেন মিলার। পরবর্তীতে মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের।
সেখানে মিলার জানিয়েছেন, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোতে খোঁজ নিয়ে বিপিএলে খেলতে এসেছেন। মূলত সামনেই বিয়ে করতে চলেছেন মিলার। এর আগে প্রস্তুতি নিয়ে ভীষণ ব্যস্ত। যার জন্য গেল কয়েকদিন খেলার কোনো খোঁজ রাখতে পারেননি। পরবর্তীতে ক্রিকইনফোতে দেখেছেন তার দল বরিশাল প্লে-অফ নিশ্চিত করেছে। প্লে-অফ থেকেই তার খেলার কথা ছিল।
মিলার বলেন, ‘সত্যি বলতে আমি গেল কয়েকদিন কোনো ম্যাচ দেখিনি। আমি বিরতিতে ছিলাম। আমি সামনেই বিয়ে করতে চলেছি, তাই অনেক কিছুর প্রস্তুতি নিতে হচ্ছে।’
‘কিন্তু আমি ক্রিকইনফোতে নজর রাখছিলাম। যাতে করে আমি পয়েন্ট টেবিলের ব্যাপারে ধারণা রাখতে, প্লে-অফে উঠেছি কি-না। আমার টিভিতে কোনো খেলা দেখা হয়নি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post