স্পোর্টস ডেস্ক:: হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল এই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে।
পাকিস্তান হুইলচেয়াল ক্রিকেট কাউন্সিল হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে এই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ আয়োজন হবে। এতে অংশ নেবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। আট দেশের অংশ গ্রহনের ওই বিশ্বকাপে প্রতিটি দল একজন করে আম্পায়ারও দেবে।
আয়োজকেরা জানিয়েছে, অংশগ্রহণকারী প্রতিটি দল মোট ২১ জনের স্কোয়াড নিয়ে যাবে পাকিস্তানে। ২১ সদস্যের মধ্যে ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং ১ জন করে আম্পায়ার থাকবেন।
বিবৃতিতে বাংলাদেশ হুইলচেয়ার দলের মোহাম্মদ মহসিন বলেছেন, ‘বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।’
বিসিবিকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মহসিন বলেন, ‘আমাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোনো স্পনসর বা আর্থিক সহযোগী নেই। তাই আমরা বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কাছে অনুরোধ জানাই, আপনারা এই দলের পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি বাস্তবায়নে সহযোগিতা করেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০