নিজস্ব প্রতিবেদকঃ চলমান এশিয়ান গেমসের জন্য গতকাল বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার রাতে চীনের উদ্দেশ্যে দেশ ছাড়বে দলটি। সাইফ হাসানের নেতৃত্বে ঘোষিত দলে আছেন একাধিক পরিচিত মুখ। জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়েই এই টুর্নামেন্টের দল ঘোষণা করেছে বিসিবি।
জাকির হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও পারভেজ হোসেনের মত উঠতি তারকারা আছেন এশিয়ান গেমসের দলে। সবার একটাই লক্ষ্য—সোনা জয়। এর আগে ২০১০ সালে এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম আসরে সোনা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ সালে জিতেছিল ব্রোঞ্জ।
এশিয়ান গেমসে বাংলাদেশ দলের প্রধান কোচ বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ ডেভিড হেম্প।মেয়েদের ক্রিকেটের মতো ছেলেদের ক্রিকেটেও বাংলাদেশ দল ৪ অক্টোবর সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। তবে সরাসরি খেলা অন্য তিন দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে বাছাইয়ে পিছিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ দল- মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকের আলী অনিক, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব ও রিশাদ হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post