স্পোর্টস ডেস্ক:: বিসিবি সভাপতি ফারুক আহমদের সাথে বোর্ডের দায়িত্বপালন নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে অন্য বোর্ড পরিচালকের। প্রায় চার মাস হতে চলেছে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমদ। তবে তিনি এখনো বোর্ডের স্ট্যান্ডিং কমিটিগুলোকে দায়িত্ব বুঝে দেননি।
বোর্ড পরিচালকরা নির্দিষ্ট করে দায়িত্ব বুঝে পাননি। একজনই সব কিছু দেখছেন। তাই বিসিবি সভাপতি ফারুক আহমদের সঙ্গে বনিবনা হচ্ছে না অন্য বোর্ড পরিচালকদের। ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সাথে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে সভাপতি ফারুক আহমদের।
এমনকি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনেই বোর্ড সভাপতি ফারুক আহমদ তার রূমে অপমান করেছেন নাজমুল আবেদীন ফাহিমকে। দুই জনের মধ্যে কথা কাটাকাটিও হয়েছে। গণমাধ্যমে এসেছে এমন খবর। এর সূত্র ধরে বোর্ড থেকে পদত্যাগ করতে চান ফাহিম।
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, স্বাধীন ভাবে তারা কাজ করতে পারছেন না। একজনই দেখছেন সব কিছু। এমন অবস্থা চললে তিনি বোর্ড থেকে চলে যাবেন। সভাপতি ফারুক আহমদের সঙ্গে বাক-বিতণ্ডা হলেও কি কথা হয়েছে সেটা তিনি প্রকাশ্যে বলতে চাননি।
গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে ক্রিকেট বোর্ডে অচলাবস্থা সৃষ্টি হয়। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে বেশ কয়েকজন বোর্ড পরিচালক আত্মগোপনে চলে যান। বোর্ড পরিচালক হয়ে আসেন নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমদ। এরপর বোর্ড সভাপতির দায়িত্ব পান ফারুক আহমদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০