স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ মিলিয়ে টানা চার ম্যাচ জয়হীন ছিল চেলসি। অবশেষে ক্রিস্টাল প্যালেসেই ‘উদ্ধার’ হল ব্লুজরা। টানা তিন ম্যাচে হারের পর আজ প্যালেসের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে গ্রাহাম পটারের দল। স্ট্যামফোর্ড ব্রিজে ১–০ ব্যবধানের জয়ে গোল করেছেন কাই হাভার্টজ।
গত ২৭ ডিসেম্বর এফসি বোর্নমাউথের বিপক্ষে ২-০ ব্যবধানের পর এটি চেলসির প্রথম জয়। আর সব প্রতিযোগিতা মিলিয়ে প্যালেসের টানা তৃতীয় হার। রোববারের জয়ে হারিয়ে পয়েন্ট তালিকায় অবশ্য চেলসির উন্নতি হয়নি। ১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অবস্থান দশে। এক ম্যাচ কম খেলা প্যালেস ১২ নম্বরে। শীর্ষে আছে আর্সেনাল। দুই ম্যানচেস্টার সিটি।
স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে চেলসিকে গোল করতে দেয় নি প্যালেস। তবে দ্বিতীয়ার্ধে গোল করেন হাভার্টজ। ৬৪তম মিনিটে কর্নার থেকে পাওয়া বল হাকিম জিয়েশের ক্রস হয়ে ডি বক্সে পেয়ে যান হাভার্টজ। জটলার ভেতর থেকে হেডে বল জালে জড়িয়ে দেন এই জার্মান ফরোয়ার্ড। গোল হজমের পর খেলার গতি বাড়ায় প্যালেস। তবে শেষ পর্যন্ত আর শোধ দিতে পারে নি সেই গোল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post