স্পোটৃস ডেস্ক:: সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সভাপতি, ক্রীড়া সংগঠক আফজাল রশীদ চৌধুরীর মা নুরুন নেছা চৌধুরী আর নেই (ইন্না…রাজিউন)।
বুধবার বার্ধক্যজনিত রোগে নুরুন নেছা চৌধুরী পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি এক ছেলে এবং দুই মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজনগুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সিলেট নগরের ইলেকট্রিক সাপ্লাই রোডের রায়হোসেন জামে মসজিদে মরহুমার প্রথম জানাযার নামাজ অনুষ্টিত হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের গ্রামের বাড়ীতে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
এদিক ক্রীড়া সংগঠক আফজাল রশীদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিসিবির পরিচালক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাফুফের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দীন আহমদ সেলিম, সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী, সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী প্রমুখ।
পৃথক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post