স্পোর্টস ডেস্কঃ মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব ছেড়ে দেবেন কোচ ইয়ুর্গুন ক্লপ। ক্লাব কর্তৃপক্ষকে এরই মধ্যে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন জার্মান এই কোচ। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিভারপুলের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকেও এই খবর নিশ্চিত করা হয়েছে।
লিভারপুলের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে করা পোস্টে বলা হয়েছে, ‘এই মৌসুম শেষে লিভারপুল কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন ক্লপ। ক্লাব কর্তৃপক্ষকে তিনি নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন।’ এদিকে ক্লপের এমন সিদ্ধান্ত জেনে কিছুটা চমকে গেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
গত রাতে এক সংবাদ সম্মেলনে ক্লপের সিদ্ধান্ত প্রসঙ্গে গার্দিওলা বলেছেন, ‘সে একজন দুর্দান্ত কোচ। আমি তাকে কাছ থেকে চিনি না, কিন্তু আমি জানি যে সে একজন অসাধারণ মানুষও। সবাই তাকে মিস করবে। ব্যক্তিগতভাবে আমি তাকে মিস করব। আমি আনন্দিতও; কারণ, সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আমি আরেকটু আরামে ঘুমাতে পারব। আমি তাকে শুভকামনা জানাতে চাই।’
২০১৫ সালে লিভারপুল কোচের দায়িত্ব নেন ক্লপ। ২০২৬ সালে তার বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে। ক্লপ জানিয়েছেন, গত নভেম্বরেই তিনি লিভারপুল ছাড়ার ইচ্ছা ক্লাব কর্তৃপক্ষকে বলেছিলেন। তিনি বলেন, ‘বুঝতে পারছি এই মুহূর্তে এমন সিদ্ধান্তে অনেকেই চমকে যাবেন। তবে অবশ্যই আমার কাছে এর ব্যাখ্যা আছে। অন্তত নিজের জায়গাটা বোঝাতে পারব।’
৩০ বছরের খরা কাটিয়ে ক্লপের কোচিংয়েই ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা জেতে দলটি। তার আগের মৌসুমে তারা ঘরে তোলে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ২০২১-২২ মৌসুমে লিভারপুল জেতে ঘরোয়া ডাবল (লিগ কাপ ও এফএ কাপ)। সেবার চার শিরোপা জয়ের খুব কাছে গিয়েছিল দলটি। শেষ দিনের লড়াইয়ে তাদের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে প্রিমিয়ার লিগ জিতে যায় ম্যানচেস্টার সিটি। আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post