স্পোর্টস ডেস্কঃ জাপানের ক্লাব ভিসেল কোবেকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা এই মিডফিল্ডার নতুন ক্লাবের সন্ধানে আছেন বলে জানিয়েছেন। বার্সেলোনার হয়ে ৪টি চ্যাম্পিয়নস লিগ ও ৯টি লা লিগাসহ মোট ৩০টি শিরোপা জেতা ইনিয়েস্তা ৫ বছর আগে পাড়ি জমিয়েছিলেন জাপানিজ লিগে।
কোবের হয়ে এখন পর্যন্ত ১৩৩ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। এই ক্লাবের হয়ে জিতেছেন ২০১৯ এম্পেরর’স কাপ ও ২০২০ সালে জাপানিজ সুপার কাপ। চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছে তাঁর দল। শীর্ষ লিগের পয়েন্ট টেবিলে দুইয়ে আছে কোবে। যদিও মৌসুম শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন সাবেক এই স্প্যানিশ ফুটবলার। কোবের হয়ে আগামী ১ জুলাই নিজেদের মাঠ নোয়েভিরে কনসাদোলে সাপ্পোরোর বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন ইনিয়েস্তা।
খেলোয়াড়ি জীবনে ইনিয়েস্তা স্পেনের হয়ে টানা দুটি ইউরো জিতেছেন। ২০০৮ ও ২০১২ সালে ইউরো জেতা এই মিডফিল্ডার মাঝে জিতেছেন ২০১০ বিশ্বকাপ। সবকটিতেই তার বড় অবদান, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন জয়সূচক গোল। এদিকে কাতালান ক্লাব বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন মোট ৩০টি ট্রফি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post