স্পোর্টস ডেস্কঃ জাপানের দল উরাওয়া রেড ডায়মন্ডসকে অনায়া্সে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল গত রাতে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতেছে। ইউরোপ চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন মাতেও কোভাচিচ ও বের্নার্দো সিলভা। অন্য গোলটি আত্মঘাতী।
শক্তিশালি সিটিকে প্রথমার্ধের প্রায় পুরোটা সময় আটকে রেখেছিল ডায়মন্ডস। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে ভুল করে বসেন ডিফেন্ডার হেইব্রটেন। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন নরওয়ের এই খেলোয়াড়। তাতে লিড নিয়ে বিরতিতে যায় সিটি। বিরতির পরই ইংলিশ ক্লাবটির ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়াট মিডফিল্ডার কোভাচিচ।
তৃতীয় গোল সিটি ৫৯তম মিনিটে পেয়ে যায়। দারুণ এক শট নেন সিলভা, একজনের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বল জালে জড়ায়। শেষ দিকে কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করে ডায়মন্ডস। যদিও সিটির গোলরক্ষক এদেরসনকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি তারা। তাই ৩ গোলের জয়ে ফাইনালে পা রাখল গার্দিওলার দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। গতকাল সাবেক রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলোর অসাধারণ নৈপুণ্যে মিসরীয় ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post