নিজস্ব প্রতিবেদক:: এবারের বিপিএলে রীতিমতো সেঞ্চুরির উৎসব চলছে। উসমান খান, থিসারা পেরেরা, লিটন দাস ও তানজীদ তামিমের পর এবার সেঞ্চুরি করলেন ইংলিশ ক্রিকেটার গ্রাহাম ক্লার্ক। খুলনা টাইগার্সের বিপক্ষে গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিটি এবারের বিপিএলের পঞ্চম সেঞ্চুরি। তার শতকেই খুলনার বিপক্ষে স্বাগতিকরা ৭ উইকেটে ২০০ রানে থেমেছে।
জয়ের জন্য খুলনাকে করতে হবে ২০১ রান।
টস হেরে ব্যাট করতে নামা খুলনা টাইগার্স শুরুটা ভাল করেনি। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৮ রানেই প্যাভেলিয়নের পথ ধরেন ওপেনার উসমান খান। ৭ বলে করেন মাত্র ১০ রান। এরপর দ্বিতীয় উইকেটে বিধ্বংসী হয়ে উঠেন ক্লার্ক। ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে একের পর এক বাউন্ডারি ছাড়া করতে থাকেন খুলনার বোলারদের। ১৩তম ওভারেই দেড়শো করে ফেলে তার দল। এক পর্যায়ে মনে হচ্ছিলো দুইশো ছাড়িয়ে যাবে স্বাগতকিদের সংগ্রহ।
১৩তম ওভারের চতুর্থ বলে পারভেজ হোসেন ইমনের বিদায়ে ভেঙে যায় গ্রাহাম ক্লার্কের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ১২৮ রানের জুটি। চারটি ছক্কায় ২৯ বলে ৩৯ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। থেমে যায় বন্দরনগরীর দলটির রানের চাকা। সঙ্গী ইমনকে হারিয়ে ক্লার্ক সেঞ্চুরি পূর্ণ করেও ইনিংস বড় করতে পারেনিন। দুইশোর বেশি স্ট্রাইক রেটে মাত্র ৫০ বলে ১০১ রান করে তৃতীয় উইকেটে সাজঘরে ফিরে যান তিনি। সাত চার আর ছয় ছক্কায় সাজান তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ইনিংসটি। তার বিদায়ের পরই চিটাগাংয়ের রানের চাকা স্লো হয়ে যায়। শামীম হোসেনের ১৬ ও অধিনায়ক মিঠুনের ১১ রানে ভর করে সাত উইকেটে ২০০ রানে থামে দলটি।
খুলনার হয়ে মোহাম্মদ নেওয়াজ ও সালমান ইর্শাদ ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০