স্পোর্টস ডেস্ক:: বাবর আজম। পাকিস্তান ক্রিকেটের বড় তারকা। অথচ তাকে নিয়েই আলোচনা-সমালোচনার শেষ নেই। পাকিস্তানের অধিনায়ককে প্রায়ই সমালোচনা শুনতে হয় নিজের স্ট্রাইক রেট নিয়ে।
ওয়ানডে বিশ্বকাপের পরপরই পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে ছিলেন বাবর। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আবারো নেতৃত্ব তুলে দিয়েছে এই ব্যাটারের। মাত্র কয়েক মাসের ব্যবধানে আবারো অধিনায়কত্ব ফিরে পেয়ে বাবর তার সমালোচনাকারীদের একহাত নিলেন।
স্ট্রাইক রেট নিয়ে মানুষের এত সমস্যা কেন? সেই প্রশ্নও করেছেন বাবর আজম। অধিনায়ক জানিয়ে দিয়েছেন, তিনি কখনো স্ট্রাইক রেট নিয়ে ভাবেন না। তার কাজই দলের জয় নিশ্চিত করা।
বাবর বলেন, ‘আমি শুধু দলের জয়ের কথাই ভাবি। কীভাবে ইনিংসটাকে গড়ে তুললাম, সেটা ভাবি। স্ট্রাইক রেট ব্যাপারটা আসলে ভিন্ন গল্প। ইনিংস গড়া আর ম্যাচ জেতানো আলাদা দুটি বিষয়। ম্যাচ জিতলে দুটিই হয়ে যায়। কীভাবে প্রথম ছয় ওভার খেললেন, পরের ওভারগুলোতে কী করলেন—এগুলো একটার পর একটা প্রক্রিয়ার ব্যাপার। আমি ক্রিকেট খেলতে জানি। আমি জানি, বাড়তি কী যোগ করতে হবে, স্টাইলে কী সংযোজন করতে হবে। এখানে পরিস্থিতিটাই আসল। সেটা অনুকূলে থাকলে তো আমি মুক্তভাবেই খেলব।’
তার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এত সমস্যা? প্রশ্ন করে বাবর বলেন, ‘হাতে উইকেট থাকলে ২০০ স্ট্রাইক রেটেও খেলা যায়। আমি বুঝি না, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এত সমস্যা। তারা বলবে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত। তারপর বলবে ১৭০। এরপর আমি যদি ১৭০-এ ব্যাট করি, বলবে ২০০ স্ট্রাইক রেটে খেলা উচিত। প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব স্টাইল আছে। আমি নিজেকে অন্য কারও সঙ্গে তুলনা করতে পছন্দ করি না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post