নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে অভিষেক হলো পেসার খালেদ আহমেদের। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ওয়ানডে অভিষেকের ক্যাপ পেলেন ডানহাতি এই বোলার। যদিও এর আগে টাইগারদের হয়ে তিনি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন।
মিরপুরে আজ বাংলাদেশ টস হেরে আগে ফিল্ডিং করবে। এই ম্যাচে একাদশে পরিবর্তন এসেছে টাইগারদের।আগের ম্যাচে থাকা নুরুল হাসান সোহানকে বসানো হয়েছে, সেই জায়গায় বাড়ানো হয়েছে একজন পেসার। দলে ফিরেছেন গতকাল স্কোয়াডে যুক্ত হওয়া পেসার হাসান মাহমুদ।
অন্যদিকে, নিউজিল্যান্ডের একাদশে কোনো পরিবর্তন আসেনি। আগের ম্যাচে খেলা একাদশ নিয়েই আজ মাঠে নামছে কিউইরা। নিয়মিত তারকাদের ছাড়াই বাংলাদেশ সফরে আসা দলটি পরিত্যক্ত হওয়া প্রথম ওয়ানডেতে খানিকটা ভোগতে দেখা গেছে।
আজ ওয়ানডে অভিষেক হওয়া খালেদ প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে দেন ২০১৮ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলের পথচলা শুরু হয় ডানহাতি এই পেসারের। তবে এখন পর্যন্ত ১২ টেস্টের বেশি খেলা হয় নি তাঁর। মাঝে অবশ্য লম্বা সময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি।
১২ টেস্টের ক্যারিয়ারে খালেদের শিকার ২১ উইকেট। বাংলাদেশের ১৪৬তম ওয়ানডে ক্রিকেটার তিনি। চলতি বছর বাংলাদেশ দল ৭ জন ক্রিকেটারকে ওয়ানডে ক্যাপ দিয়েছে। যার সর্বশেষটি পেলেন খালেদ। এর আগে সদ্য শেষ হওয়া এশিয়া কাপ দিয়ে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয় তানজিদ হাসান, তানজিম হাসান ও শামিম হোসেনের।
বাংলাদেশ একাদশ- লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৈয়দ খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ- ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post