নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে সোমবার রাতে দুর্দান্ত ঢাকার বিরুদ্ধে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। ১০ উইকেটের রাজসিক জয়ে বজায় রেখেছে জয়ের ধারা। এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল এনামুল হক বিজয়ের দল। ৪ ম্যাচ খেলে জিতেছে ৪টিতেই। অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই দলকে পথ দেখাচ্ছেন অধিনায়ক বিজয়। ঢাকার বিপক্ষে অপরাজিত ছিলেন ৫৮ রানে। ৪৮ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন এই উইকেটকিপার ব্যাটার। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘জেতাতে পারলে সব সময় ভালো লাগে। আশা করি সবাই অবদান রাখুক। দেশি-বিদেশি বলে কিছু না সবাই টিমমেট। সবাই দলের জন্য জিততে চায়। সবাই সেটাই চেষ্টা করছে। দলকে জেতাতে পেরে ভালো লাগছে।’
এদিকে বিজয়ের নেতৃত্বের প্রশংসা করেছেন খুলনার তারকা ক্রিকেটার আফিফ হোসেন। সাথে কোচিং স্টাফদেরও কৃতিত্ব দিয়েছেন তিনি। ম্যাচ শেষে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘পুরা দলকে এভাবে লিড করা খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। সে (বিজয়) খুব ভালোভাবে এটা পালন করছে। এছাড়া আমাদের কোচিং স্টাফ যারা আছে সবাই খুব সাহায্য করছে বলেই আমরা এত ভালো করতে পারছি এবং সামনে এগোতে পারছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post