নিজস্ব প্রতিবেদকঃ আসরের প্রথম তিন ম্যাচে টানা হার দেখেছিল খুলনা টাইগার্স। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দুই জয় পেয়েছে ইয়াসির আলি রাব্বির দল। সবশেষ শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রূপসা পাড়ের দল।
আর সেই ম্যাচে নতুন মাইলফলকে নাম লিখিয়েছেন খুলনার দুই ক্রিকেটার ওয়াহাব রিয়াজ ও তামিম ইকবাল। বল হাতে ম্যাচে ৪ ওভারে ৩৬ রান খরচ করে ৪ উইকেট শিকার করেছেন ওয়হাব রিয়াজ। আর ব্যাট হাতে ৩৭ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলেন তামিম।
এই ম্যাচে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন ওয়াহাব রিয়াজ। প্রথম পাকিস্তানি হিসেবে এবং সব মিলিয়ে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের এলিট ক্লাবে ওয়াহাব। এখন ৩৩১ ইনিংসে ৪০১ উইকেট নামের পাশে ওয়াহাবের। এর আগে ডোয়াইন ব্রাভো (৬১৪), রশিদ খান (৪৯৬), সুনীল নারাইন (৪৭৪), ইমরান তাহির (৪৬৬) ও সাকিব আল হাসান (৪৩৬) এই কীর্তিতে নাম লিখিয়েছিলেন।
এদিকে তামিম ইকবাল টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। প্রথম বাংলাদেশি ও সব মিলিয়ে ৪০তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে নাম লিখিয়েছেন ড্যাশিং ওপেনার। বর্তমানে ২৪৩ ম্যাচে ২৪২ ইনিংসে তার নামের পাশে ৭০৩৯ রান। সব মিলিয়ে ৪০তম ক্রিকেটার হলেও, সবচেয়ে দ্রুততম ইনিংসে ৭ হাজার রান করার তালিকায় নবম স্থানে আছেন এই বাঁহাতি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post