স্পোর্টস ডেস্কঃ বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের জবাবটা দিতে গিয়ে ভালোই শুরু করেছিল পাকিস্তান। তবে ১৯৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে থেকে দ্বিতীয় দিন শেষ করল শান মাসুদের দল। মেলবোর্নে বুধবার নিজেদের প্রথম ইনিংসের শুরুটা ভালোভাবেই করে তারা। দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং ইমাম-উল-হকের উদ্বোধনী জুটি থেকে রান আসে ৩৪। ৪৪ বলে ১০ রানের ইনিংস খেলে আউট হন ইমাম।
এরপর জুটি গড়ে শফিক এবং অধিনায়ক মাসুদ পান ফিফটির দেখা। তবে ফিফটির পরই ১০৯ বলে ৬২ রান করে দলীয় ১২৪ রানের মাথায় সাজঘরে ফিরে যান শফিক। এরপরই একের পর এক উইকেট হারাতে শুরু করে পাকিস্তান। চারে নামা বাবর আজম ৭ বলে করেছেন ১ রান। মাসুদ আউট হওয়ার আগে ৭৬ বলে ৫৪ রানের ইনিংস খেলে বিদায় নেন। এরপর সাউদ শাকিল এবং আঘা সালমানও ফিরেছেন এক অঙ্কের ঘরে থেকেই।
দিন শেষ ক্রিজে ভরসা হয়ে টিকে আছেন মোহাম্মদ রিজওয়ান। ৩৪ বলে ২৯ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত আছেন তিনি। এছাড়া ২৬ বলে ২ রান করে ক্রিজে টিকে আছেন আমির জামাল। দ্বিতীয় দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে পাকিস্তান। এখনও অস্ট্রেলিয়া থেকে ১২৪ রানে পিছিয়ে আছে তারা। অজিদের হয়ে ৩ উইকেট শিকার করেন প্যাট কামিন্স। এছাড়া ২ উইকেট নেন নাথান লায়ন।
এর আগে ৩ উইকেটে ১৮৭ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৩১৮ রানে। অজিদের হয়ে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেছেন মার্নাশ ল্যাবুশেন। এ ছাড়া মিচেল মার্শ ৪১ রান করেছেন। প্রথম ইনিংসে অতিরিক্ত ৫২ রান দিয়েছে পাকিস্তান। সফরকারীদের হয়ে আমির জামাল ৩, শাহিন আফ্রিদি, মীর হামজা এবং হাসান আলী নিয়েছেন ২টি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post