স্পোর্টস ডেস্কঃ সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের আইপিএলে খেলেছেন। তিনি ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-২০ বিশ্বকাপে ম্যাচ খেলেছেন।
নিজের ৩৯তম জন্মদিনে সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে অবসরের ঘোষণা দেন কার্তিক। বিদায়বেলা তিনি বলেন, ‘বেশ কিছু দিন ধরে অনেক ভাবনার পর আমি স্বীকৃত ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানছি। সামনে থাকা চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করছি।’
ভারতের জার্সিতে ২৬ টেস্ট, ৯৪ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কার্তিক। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১ সেঞ্চুরি ও ১৭ ফিফটিতে সাড়ে ৩ হাজারের কাছাকাছি রান করেছেন তিনি। আর সবশেষ আইপিএলের এলিমিনেটর ম্যাচ ২০০২-০৩ মৌসুমে শুরু হওয়া কার্তিকের পেশাদার ক্যারিয়ারে শেষ ম্যাচ। সেদিন ১৩ বলে ১১ রান করে আউট হন তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত আইপিএলে ২৫৭ ম্যাচ খেলেছেন কার্তিক। ২২টি ফিফটিসহ তার সংগ্রহ ৪ হাজার ৮৪২ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post