স্পোর্টস ডেস্ক:: মার্চের দিকে প্রতি বছর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট আয়োজন করে সিসিডিএম। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতা মূলক বড় এই টুর্নামেন্টটির সূচি নিয়ে অসন্তুুষ্টি তৈরি হয়েছে। ক্রিকেটাররা তীব্র গরমে খেলতে আপত্তি জানিয়েছেন।
মার্চের দিকে কখনো তীব্র গরম আবার কখনো বৃষ্টির মুখে পড়ে ডিপিএলের। বৃষ্টিতে মাঝে মধ্যে খেলাও পণ্ড হয়। তবে গরম হলে খেলা বন্ধের সুযোগ থাকে না। খেলতে হয় ক্লাবগুলোকে।
চলমান ডিপিএলও চলছে তীব্র গরম উপেক্ষা করেই। এই গরমের মধ্যে মাঠে ৫০ ওভার ফিল্ডিং করতে হচ্ছে ক্রিকেটারদেরকে। আবার ব্যাটিংও করতে হচ্ছে। বিসিবির পরিচালক ও আবাহনীর কোচ খালেদ আহমদ সুজনের কন্ঠে তাই সূচি এগিয়ে আনার কথা। জানিয়েছেন, এই ক্রিকেটাররা খেলতে আপত্তি করছেন। ভবিষ্যতে সূচি এগিয়ে আরো আগে লিগ শুরুর পক্ষে তিনি।
প্রিমিয়ার লিগের নিয়ন্ত্রক সংস্থা সিসিডিএমও লিগের সূচি এগিয়ে আনার পক্ষে। নভেম্বর-ডিসেম্বরের দিকে লিগ শুরু করতে চায় তারা। কিন্তুু সেই সময় বাংলাদেশ ক্রিকেট লিগ ও জাতীয় ক্রিকেট লিগের সূচি থাকে। এরপর বছরের শুরুতে থাকে বিপিএল। তাই সহজে সূচি এগিয়ে আনার সুযোগও খুব একটা নেই।
গরমে খেলতে ক্রিকেটাররা খেলতে আপত্তি করছেন জানিয়ে বিসিবির প্রভাবশালী পরিচালক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন রোববার ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘সন্দেহ নেই, খুব কঠিন (গরমে খেলা)। ছেলেরা বারবার অভিযোগ করছে, গরমে খেলা কঠিন। কিছু করার নেই, দিন শেষে গরমে খেলতে হয়।’
লিগের সূচি এগিয়ে আনার পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগ ক্যালেন্ডারে কেন জানি এই সময়েই। আমাদের ওয়ান অব দ্যা বেস্ট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেটের। প্রিমিয়ার লিগ বাংলাদেশের বড় টুর্নামেন্ট। বিপিএলের চেয়ে এগিয়ে রাখি। হয়তোবা টিভিতে দেখায় না। কিন্তুু আপনি টিমগুলোর বাজেট দেখেন, বড় দলগুলোর বাজেটও বেশি থাকে। খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। একটু আগে শুরু করে, গরমের আগে শেষ করতে পারি।’
সিসিডিএমও লিগের সূচি এগিয়ে আনার পক্ষে। লিগের নিয়ন্ত্রক সংস্থাটির সদস্য সচিব আলী হোসেন একটি গণমাধ্যমকে বলেন, ‘এটা তো (এগিয়ে আনা নিয়ে) বেশ কয়েক দিসন ধরেই আলাপ আলোচনা চলছে। আমরা কয়েক দিন ধরে উপলব্ধি করতেছি, গরম না এই সময়ে তো বৃষ্টিও হতে পারে। এসব চিন্তা ভাবনা করে আগামি দিনের কথা ভাবতেছি। এখনো সিদ্ধান্ত নেইনি। আমরা চাচ্ছি যে কীভাবে প্রথম দিনে করা যায় নভেম্বর-ফেব্রুয়ারির মধ্যে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post