স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপে আরেকটি অঘটনের জন্ম দিলো নেদারল্যান্ডস। উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মঙ্গলবার মাটিতে নামাল ডাচরা। প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে তারা। ধর্মশালায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৪৩ ওভারে ২৪৫ রান করে বাছাই পর্ব পেরিয়ে আসা দলটি।
রান তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে আসরে অপরাজিত দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তাদের ইনিংস গুঁটিয়ে গেছে ২০৭ রানে। নেদারল্যান্ডস ম্যাচ জিতেছে ৩৮ রানে। বৃষ্টির হানায় ম্যাচের দৈর্ঘ্য কমে ৪৩ ওভারে নেমে আসে। টস হেরে আগে ব্যাটিং করতে নামা নেদারল্যান্ডস ৮২ রানে ৫ উইকেট হারালেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৪৫ রান তোলে।
অধিনায়ক স্কট এডওয়ার্ডসের হার না মানা ইনিংস এবং শেষ দিকে ভ্যান ডার মারউই ও আরিয়ান দত্তের ঝড়ো ব্যাটিংয়ে এই সংগ্রহ পায় তারা। ৬৯ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন স্কট। শেষদিকে ডার মারউইর ১৯ বলে ২৯ ও আরিয়ান দত্তের ৯ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে লড়াকু পুঁজি পায় ডাচরা।
দারুণ জয়ের পর শেষের ব্যাটারদের দ্রুত রান তোলার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন ডাচ অধিনায়ক স্কট। তিনি বলেন, ‘দল হিসেবে আমরা টোটাল ক্রিকেট খেলায় গর্ববোধ করি। যেটা মূলত ৮, ৯ ও ১০ নম্বরে ব্যাটারদেরও সামর্থ্য অনুযায়ী ওসব জুটিতে অবদান রাখা। তাদের সঙ্গে ব্যাটিং করাটা মূলত শেষ দিকে নিজেদের ঝড় তোলার সুযোগ দেওয়ার মতো ছিল। সৌভাগ্যবশত রুলফ ও আরিয়ান অবিশ্বাস্য ক্যামিও খেলে আমাদেরকে ভাবনা অনুযায়ী গড়পড়তা সংগ্রহে পৌঁছে দিয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post