স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে যাওয়ার সময় গতকাল গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন পাকিস্তানের দুই নারী ক্রিকেটার। আহত দুই ক্রিকেটার হচ্ছেন—বিসমাহ মারুফ এবং গুলাম ফাতিমা। দুজনের বড় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদেরকে প্রাথমিক চিকিৎসাও দেয় পিসিবি। এখন তারা বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন।
পিসিবি বিবৃতি জানিয়েছে, বিসমাহ মারুফ ও গুলাম ফাতিমা গতকাল শুক্রবার সন্ধ্যায় সামান্য গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। সামান্য চোট পেলেও সঙ্গে সঙ্গে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে দুজনে পিসিবির চিকিৎসক দলের পর্যবেক্ষণে আছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৫ টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ১৮ এপ্রিল ওয়ানডে দিয়ে দুই দলের সিরিজ শুরু হবে। ৩ মে পঞ্চম টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে দুই দলের সিরিজ। সব ম্যাচ করাচিতে। আসন্ন এই সিরিজের জন্য অনুশীলন ক্যাম্প চলছে করাচিতে। তার আগে সিরিজের দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুত করতে ক্যাম্প শুরু করেছে পিসিবি। সেই ক্যাম্পে যাওয়ার পথেই দুর্ঘটনায় পড়েছেন দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post