স্পোর্টস ডেস্কঃ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনের মেসি ফিরলেন ক্লাবের দায়িত্বে। বুধবার এই ফরোয়ার্ড যোগ দিলেন পিএসজিতে। তাঁকে স্বাগত জানায় প্যারিসের দলটি। বুধবার সকালে প্যারিসে আসেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দিয়ে পিএসজি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। ভিডিও’র ক্যাপশনে পিএসজি লিখেছে ‘স্বাগত লিও’।
বুধবার সকালে মেসির পিএসজি সতীর্থরা হাসিমুখে বরণ করে নেয় তাকে। নেইমার থেকে শুরু করে কার্লোস সোলার, পাবলো সারাবিয়া কিংবা নুনও মেন্ডেজ প্রত্যেকেই তাকে বরণ করে নেন। তবে লেন্সের বিপক্ষে হারের পর ছুটি পাওয়ায় কিলিয়ান এমবাপে এবং আশারাফ হাকিমি উপস্থিত ছিলেন না সেখানে। তারা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন।
ছুটি কাটিয়ে পিএসজির অনুশীলনে ফেরা মেসিকে সম্মাননার আয়োজন করা হয়। ফ্রেঞ্চ ক্লাবটির টুইটারে পোস্ট এক ভিডিওতে দেখা গেছে, মেসি অনুশীলনে নামার সময় তাকে দুই পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার দিয়ে বরণ করে নিয়েছে সতীর্থরা। তখন মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারকও। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা লুইস ক্যাম্পোস। মেসির হাতে তিনি বিশ্বকাপ জয়ের অভিনন্দনসূচক ট্রফি তুলে দেন। পরে স্মারক হাতে ছবিও তুলেছেন মেসি।
কাতার বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন মেসি। এরপর আর্জেন্টিনায় ফিরে এতদিন সেই জয় উদযাপনেই মত্ত ছিলেন তিনি। তবে ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হয়ে যাওয়ায় ক্লাবে ফিরতে হয়েছে তাঁকে। এই মহাতারকাকে ছাড়া লিগে দুই ম্যাচে খেলেছে পিএসজি। যার সবশেষটিতে হার দেখেছে ক্রিস্তোফার গালতিয়েরের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post