স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে রোববার আরেকটি জয় তোলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। শেফিল্ড ইউনাইটেডকে ২–১ গোলে হারিয়েছে তারা। মৌসুমে এটি তাদের তৃতীয় জয়। এ জয়ের সুবাদে লিগ পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। চোটের কারণে এই ম্যাচে ম্যানচেস্টারের দলটির ডাগআউটে ছিলেন না কোচ পেপ গার্দিওলা।
৩৭তম মিনিটে পেনাল্টি ব্যর্থতায় গোল পায় নি সিটি। আর্জেন্টাইন ফরোয়ার জুলিয়ান আলভারেজের ক্রসে বল বক্সে শেফিল্ডের ডিফেন্ডার জন ইগানের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সেখান থেকে গোল করতে পারেন নি আর্লিং হালান্ড। পোস্টে বল মারেন নরওয়ের এই ফরোয়ার্ড।
গোল শূন্য প্রথমার্ধের পর ৬৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সিটি। বাঁ দিক থেকে জ্যাক গ্রিলিশের দারুণ ক্রসে দূরের পোস্টে লাফিয়ে হেডে বল জালে পাঠান হালান্ড। এবারের প্রিমিয়ার লিগে তিন ম্যাচে তার গোল হলো ৩টি। সব মিলিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে ৩৮ ম্যাচে তার গোল এখন ৩৯টি।
৮৫ মিনিটে জেয়ডেন বোগলের গোলে সমতায় ফেরে তারা। তবে এর তিন মিনিট পর ফিল ফোডেনের অ্যাসিস্টে সিটিজেনদের এগিয়ে দেন রদ্রি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টারের দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post