স্পোর্টস ডেস্কঃ নতুন মৌসুমের প্রিমিয়ার লিগে লিভারপুলের সঙ্গে ড্রয়ের পর ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিততে পারেনি চেলসি। গত রাতে ১০ জনের দলটির কাছে ৩-১ গোলে হারের লজ্জা পেয়েছে ব্লুরা। গত মৌসুমে ১২ নম্বরে থেকে লিগ শেষ করে চেলসি, ১৯৯৪ সালের পর লিগে যা তাদের সবচেয়ে খারাপ অবস্থান। নতুন মৌসুম সামনে রেখে কোচের দায়িত্ব দেওয়া হয় মাওরিসিও পচেত্তিনোকে। আর্জেন্টাইন কোচের হাত ধরে শুরুটা ভালো হয় নি দলটির।
চেলসি কোচ পচেত্তিনো অবশ্য এখনই আশাহত হচ্ছেন না। প্রক্রিয়ার পথ ধরে সাফল্যের ঠিকানার দিকে এগোতে চান তিনি। ওয়েস্ট হ্যামের কাছে হারের পর এই আর্জেন্টাইন কোচ বলেন, ‘এটা কেবলই মৌসুমের শুরু এবং পুরো ব্যাপারটি হলো প্রক্রিয়া। এই মুহূর্তে আমাদের আপাতত আরও নিখুঁত হতে হবে এবং যখন আমরা সুযোগ তৈরি করছি, সেখান থেকে আরও গোল করতে হবে। প্রক্রিয়ায় বিশ্বাস রেখে যেতে হবে আমাদের এবং ধীরস্থির থেকে এগিয়ে যেতে হবে।’
বল দখলের লড়াইয়ে ম্যাচের ৭৬ শতাংশ সময় ছিল চেলসির পায়ে। আক্রমণও করেছে অনেক। কিন্তু সেসব খুব একটা গোছানো ছিল না। সুযোগ যা এসেছে, তা কাজে লাগাতে পারেনি সেভাবে। এমনকি পেনাল্টি থেকে গোল করতে পারেননি আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তাঁর শট ফিরিয়ে দেন ওয়েস্ট হ্যাম গোলরক্ষক আলফোন্স আরিওলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post