স্পোর্টস ডেস্কঃ হুট করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়ে দেশে ফিরে এসেছেন লিটন কুমার দাস। বাংলাদেশের তারকা এই ব্যাটার পারিবারিক কারণে জরুরী ভিত্তিতে ভারত থেকে চলে এসেছেন। শুক্রবারই ঢাকায় পৌঁছেছেন লিটন।
তবে এই নিয়ে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। আইপিএলে লিটনের দল কলকাতা নাইট রাইডার্সের মিডিয়া বিভাগ থেকে শুধুমাত্র জানানো হয়েছে, ‘২৮ এপ্রিল, শুক্রবার জরুরী পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে।’ পরিবারের কেউ অসুস্থ থাকায় লিটন ছুটে চলে এসেছেন। লিটন ও তার পরিবারকে শুভ কামনা জানিয়েছে কেকেআর শিবির। একইসাথে দিয়েছে পাশে থাকার আশ্বাসও।
দেশে ফেরার এই খবরের ঘন্টাখানেক আগেও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার অনুশীলনের একটি ছবি পোস্ট করেছিলেন লিটন। ২৯ এপ্রিল, শনিবার কলকাতার ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ইডেন গার্ডেন্সে সেই ম্যাচকে সামনে রেখে করেছেন অনুশীলনও। তবে দ্রুতই যেন সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। অনুশীলন শেষেই কলকাতা থেকে বাংলাদেশের বিমান ধরেন তিনি।
লিটন দাস আবার আইপিএল খেলতে ভারত যাবেন কিনা, নাকি এখানেই আইপিএল শেষ, সেটা পরের আলোচনার বিষয়। তবে এর আগে বড় খবর, গুজরাট টাইটান্সের বিপক্ষে লিটনের খেলার সম্ভাবনা ছিল। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে এমন তথ্য। সব ঠিক থাকলে শনিবার কলকাতার হয়ে ইডেন গার্ডেন্সে নিজের প্রথম ম্যাচ খেলতে নামতেন বাংলাদেশের তারকা।
মূলত সবশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে নারায়ণ জগদীশনের পারফরম্যান্সে খুশি নয় কেকেআর শিবির। তাকে বেশ কয়েকটি ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল। আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ়ও এর আগে একাধিক সুযোগ পেয়ে হতাশ করেছেন। সেখানে লিটন মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলে নিজের অভিষেক ম্যাচে ৪ বলে মাত্র ৪ রান করেন লিটন। উইকেট কিপিংয়েও ব্যর্থ হয়েছেন। সহজ স্টাম্পিং মিস করেছেন তিনি। সাফল্য না পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিত। এক ম্যাচ দিয়ে সব বিবেচনা করা যায় না। আর তাই গুজরাটের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে প্রথম একাদশের ভাবনায় ছিলেন লিটন। কিন্তু ম্যাচের আগের দিনই পারিবারিক কারণে বাংলাদেশে ফিরে আসতে হয়েছে এই ডানহাতি তারকাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post