স্পোর্টস ডেস্ক:: স্বপ্নে ‘ট্রেবল’ জয়ে আরো এক ধাপ এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি। এফএ কাপের ফাইনালে গুন্দোয়ানের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতলো হল্যান্ড-বার্নান্দো সিলভার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরােপা জেতা সিটি এফএ কাপের শিরোপা জিতে ‘ডাবল’ করেছে। ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই স্বপ্নের ‘ট্রেবল’ জয় হবে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
রোমাঞ্চকর ফাইনালে ইলকায় গুন্দোয়ান চোখ জুড়ানো দু’টি গোল করেছেন। ম্যাচের ১ মিনিটের একটি গোলের সঙ্গে ৫১তম মিনিটের দ্বিতীয় গোল যেনো একটি অপরটির পিঠ। দুই অর্ধের দুই গোল হজম করা ম্যানইউ অবশ্য এক গোল শোধও দিয়েছে। তাতেই ২-১ গোলে এফএ কাফের শিরোপা সিটির।
ম্যাচের প্রথম মিনিটে বক্সের ডান পাশ থেকে ডান পায়ে দুর্দান্ত এক ভলিতে ম্যানইউর জালে বল পাঠান গুন্দোয়ান। শুরুতেই ১-০ গোলে লিড নেওয়া গার্দিওয়ালার শিষ্যরা অবশ্য লিড ধরে রাখতে পারেনি। নিজেদের ভুলেই সমতায় ফেরে দলটি।
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে সিটির বক্সে জ্যাক গ্রিলিশের হাতে বল লাগে। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর)’র সাহায্যে পেনাল্টি বাঁশি দেন রেফারি। স্পট কিক থেকে বুনো ফার্নান্দেজ ম্যাচের স্কোর লাইন ১-১ করে ফেলেন। সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর গুন্দোয়ান লিড বাড়াতে বেশিক্ষণ দেরি করেননি। ম্যাচের ৫১তম মিনিটে জার্মান এই মিডফিল্ডার ডি ব্রুইনের ফ্রি কিক থেকে বল পেয়ে দারুণ এক শটে ম্যানইউর জালে পাঠাতে ভুল করেননি। তাতেই সিটি এগিয়ে যায় ২-১ গোলে। বাকীটা সময় এরিক টেন হাগের দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে হল্যান্ডরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post