নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছে আফগানিস্তান। চট্টগ্রামে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ব্যাটে বিনা উইকেটে শতরান পেরিয়েছে আফগানরা। দারুণ ফিফটি হাঁকিয়েছেন দলটির ওপেনার গুরবাজ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইব্রাহিমের সাথে ব্যাট করতে নেমে ৪৮ বলে তৃতীয় ওয়ানডে ফিফটির দেখা পান গুরবাজ। ৬টি চার ও ৩টি ছয়ের মারে সাজানো ছিল তাঁর ফিফটির ইনিংসটি। একপ্রান্তে গুরবাজ হাত খুলে খেললেও অপর প্রান্তে ইব্রাহিম তাকে দিয়ে যাচ্ছেন দারুণ সঙ্গ।
নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল না থাকায় এদিন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। এদিন মুস্তাফিজুর রহমানকে দিয়ে শুরু করলেন তিনি। তবে সুবিধা করতে পারলেন না বাঁহাতি এই পেসার। আফগানিস্তানের দুই ওপেনারকে চ্যালেঞ্জ জানাতে পারেননি হাসান মাহমুদ-এবাদত হোসেনরাও।
বাংলাদেশ একাদশ-
লিটন কুমার দাস, নাঈশ শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ-
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, রাশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, মোহাম্মদ সালিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post