স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে আফগানিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আফগানরা। অবশ্য শুরুটা ভালো করলেও মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে নিজেদের রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ পেয়েছে হাশমাতউল্লাহ শহিদীর দল। দিল্লিতে ২৮৪ রান করেছে তারা।
আফগানিস্তানের হয়ে ফিফটি হাঁকিয়েছেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইকরাম আলীখিল। এর আগে অসাধারণ সূচনা করেছিল আফগানরা। তবে ১১৪ থেকে ১২২ রানের মধ্যে ৩ উইকেটের পতনে থমকে যায় তাদের ইনিংস। ইকরাম ৫৮ রান করার ফলে শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২৮৪ রানে অলআউট হয় তারা।
জাদরান ৪৮ বলে ২৮ রান করে ফিরে গেলে গুরবাজকে সঙ্গ দিতে আসেন রহমত শাহ। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হয়েছেন ৩ রান করে। দুজনকেই ফিরিয়েছেন আদিল রশিদ। এরপর গুরবাজ ৫৭ বলে ৮০ রান করে আউট হলে আফগানিস্তানের বড় রান নিয়ে শঙ্কা জাগে।
আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি আউট হয়েছেন ১৯ রান করে। আজমতউল্লাহ ওমরজাই ১৯ ও মোহাম্মদ নবি ৯ রান করে ফিরলে চাপে পড়ে আফগানিস্তান। সেখান থেকেই দলকে টেনে তুলেছেন রশিদ খান ও ইকরাম আলী খিল। এই দুজনে সপ্তম উইকেটে যোগ করেছেন ৪৩ রান। রশিদ ২২ বলে ২২ করে আউট হলেও ইকরাম খেলেন ৬৬ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস।
এ ছাড়া মুজিব উর রহমানের ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পেয়েছে আফগানরা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন আদিল রশিদ। ২টি উইকেট পেয়েছেন মার্ক উড। একটি করে উইকেট নিয়েছেন রিস টপলি, জো রুট ও লিয়াম লিভিংস্টোন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post