স্পোর্টস ডেস্ক:: দিন কয়েক আগেও প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের লড়াইয়ে ছিলেন সিটির আর্লিং হল্যান্ড, চেলসির কোল পালমার ও অ্যাস্টন ভিলার ওয়াকিনস। অথচ অন্য দুজনকে ছাড়িয়ে এখন হল্যান্ড গোল্ডেন বুট লড়াইয়ের দাবিদার।
পালমার ও ওয়াটকিনস শেষের দিকে লড়াইয়ে টিকতে পারলেন না। তাদের গোল খরার সময়ে সিটি তারকা একের পর এক গোল করে নিজেকে করে তুলেছেন অপ্রতিরোধ্য। অতি নাটকীয় কিছু না ঘটলে সেরা ফুটবলারের পুরস্কারটি তার হাতেই উঠছে।
এপ্রিলেল মাঝামাঝি পর্যন্ত হলান্ড ও পালমারের গোল ছিল ২০টি করে, ওয়াটকিনসের ১৯টি। এর মধ্যে পালমার এভারটনের বিপক্ষে ৪ গোল করে হল্যান্ডকে ছাড়িয়ে যান। তবে ১৫ এপ্রিলের পর থেকেই অন্য দু’জনের গোল খরা শুরু হয়।
শেষ চার ম্যাচ খেলে পালমার করতে পেরেছেন মাত্র এক গোল। ওয়াটকিনস থেমে আছেন ওই ১৯ গোলেই। এক গোল করায় পালমারের গোল সংখ্যা এখন ২১। দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে হল্যান্ড গোল্ডের বুটের লড়াইয়ে এই সময়ে এগিয়ে গেছেন অনেক। উল্ভসের বিপক্ষে করেছেন চার গোল, টটেনহামের বিপক্ষে ২ আর নটিংহাম ফরেস্টের বিপক্ষে ১। সব মিলিয়ে হলান্ডের গোল এখন ৩০ ম্যাচে ২৭, দ্বিতীয় স্থানে থাকা পালমারের চেয়ে ৬ বেশি।
বাকী থাকা দুই ম্যাচে হল্যান্ড ছোঁয়া প্রায় অসম্ভব পালমারদের। তাই দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট যাচ্ছে সিটি তারকার ঘরে। এর আগে ২০২২–২৩ মৌসুমে হল্যান্ড করেছিলেন রেকর্ড ৩৬ গোল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post