স্পোর্টস ডেস্ক:: প্রো লিগে গোল করে করিম বেনজেমা দলকে লিড এনে দিলেন, সেই তিনি আবার আত্মঘাতী গোল করে দলের পয়েন্ট হারালেন। আল ইত্তিহাদ ১-১ গোলের ‘ড্র’ করেছে আল তা আউনের বিপক্ষে।
প্রো লিগে পয়েন্ট টেবিলের কাছাকাছি দুই দলই। ইত্তিহাদ জিতলে যৌথ ভাবে টেবিলের দ্বিতীয় স্থানে উঠতো। লিগের টেপির টপাল দল নেইমারদের আল হিলাল। তবে আল তা আউনের সঙ্গে ১-১ গোলের ‘ড্র’তে দুইয়ে উঠা হয়নি ইত্তিহাদের।
করিম বেনজেমাদের সঙ্গে সমানে সমান লড়াইকরেছে তা আউন। তবে দলটি কোনো গোল করতে না পারলেও মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে করিম বেনজেমার দুইগোলে।
ফরাসি তারকা বেনজেমার ম্যাচের ২২তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে দেন ইত্তিহাদকে। ১-০ গোলের লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি।মিনিট চারেক পরেই করিম বেনজেমা নিজেদের জালেই বল জড়ান।
প্রথম গোলের মিনিট চারেক পর বেনজেমা জোড়া গোল পূর্ণ করেন। তবে নিজেদের জালেই বল পাঠিয়ে। ২৬তম মিনিটে তার আত্মঘাতী গোলে স্কোর লাইন হয়ে যায় ১-১। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যায় দুইদল।
বিরতির পর আল তাআউন লিডের চেষ্টা খুব একটা করেনি। সমতা ধরে রেখেই খেলতে থাকে দলটি। আল ইত্তিহাদ ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি। শেষ পর্যন্ত তাই ১-১ গোলের ‘ড্র’ নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post