স্পোর্টস ডেস্ক:: গোল লাইন প্রযুক্তি থাকলে হয়তো হারতে হতো না বার্সাকে। ‘বিতর্কিত’ গোল বাতিলের পর এমন দাবি উঠেছে। সমালোচনার ঝড় বইছে। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ ফুটবলে গোল লাইন প্রযুক্তি থাকলেও ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একটি লা লিগাতেই নেই গোল লাইন প্রযুক্তি।
ব্যয়বহুল হওয়াতে লা লিগায় গোল লাইন প্রযুক্তি নেই বলে সম্প্রতি জানিয়ে ছিলেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। বলেছেন, গোল লাইন প্রযুক্তি ‘বেশ ব্যয়বহুল।’
রিয়াল মাদ্রিদ ৩-২ ব্যবধানে বার্সাকে হারিয়ে শিরোপা পনুরুদ্ধারের পথে ছুটছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই ঘটেছে ‘বিতর্কিত’ ঘটনা। ম্যাচের ২৮ মিনিটে বার্সার কর্নার থেকে লামিনে ইয়ামালের ব্যাক হিল কোনোমতে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন।
এমন সময় বেশ বিভ্রান্তিতে পড়ে যান রেফারি। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি পুরোপুরি গোললাইন পেরোনোর আগেই লুনিন ঠেকিয়েছেন কি না! ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির রায় মেনে গোল দেননি মাঠের রেফারি।
রেফারির সিদ্ধান্তের পরপরই সমালোচনা শুরু হয়। ধারাভাষ্যকারেরাও সে সময় গোললাইন প্রযুক্তি না থাকা নিয়ে প্রশ্ন তুলেন। গোলটি পেলে যে বার্সাকে হারতে হতো না।
রুদ্ধশ্বাস ক্লাসিকোয় লা লিগায় ভিনিসিউস জুনিয়র, বেলিংহামদের শেষ সময়ের গোলে বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শুরুতে লিড নিয়েও ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হলো জাভির শিষ্যদের।
লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দু’দফা লিড্ নিয়েও ম্যাচ জিততে পারলো না। শিরোপা পুনরুদ্ধারে দুর্দান্ত গতিতে ছুঁটছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শুরুতেই আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গোলে লিড নেয় বার্সা। ৬ষ্ঠ মিনিটে পাওয়া লিড বেশি সময় ধরে রাখতে পারেনি দলটি। নিজেদের ভুলেই লিড হারায় জাভির দল। বিপদজনক সীমানায় করে বসে ফাউল। ম্যাচের ১৮তম মিনিটে ভিনিসিউস জুনিয়র পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান।
১-১ গোলে সমতায় থাকা ম্যাচে প্রথমার্ধে আর লিড নিতে পারেনি কোনো দলই। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যেতে হয় দুই দলকে। তবে বিরতির পর আবারো লিড নেয় বার্সা। ম্যাচের ৬৯তম মিনিটে ফিরমিনো লুপেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা।
পিছিয়ে পড়া ম্যাচে মিনিট চারেক পরে আবারো সমতায় ফিরে রিয়াল। ৭৩তম মিনিটে লুকাস ভাজকুয়েজ স্কোর লাইন ২-২ করেন। সমতায় থাকা ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই আর গোলে দেখা পায়নি।
শেষ মূহুর্তের যোগ করা সময়ে বার্সাকে স্তব্ধ করে দেন বেলিংহাম। যোগ করা সময়ের প্রথম মিনিটেই বার্সার কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন তিনি। ৯১তম মিনিটে গোল হজম করা জাভির দল আর শোধ দিতে পারেনি। শেষ পর্যন্ত তাই ৩-২ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদরা।
এই জয়ে শিরোপার আরো কাছে উঠলো মাদ্রিদ। ৩২ ম্যাচে ২৫ জয়ে ৮১ পয়েন্ট দলটির। দ্বিতীয় স্থানে থাকা বার্সার সমান ম্যাচে ২১ জয়ে ৭০ পয়েন্ট। ৬৮ পয়েন্ট নিয়ে জিরোনা আছে তৃতীয় স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post