স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসান ঈদের আনন্দ বাবা-মা ও ছোট বেলার বন্ধুদের সাথে ভাগাভাগি করতে কানাডা থেকে মাগুরায় এসে ঈদ উদযাপন করলেন। বিশ্বসেরা অলরাউন্ডার গ্রামের নোমানী ঈদগাহতে গিয়ে ঈদের নামাজ আদায় করেছেন।
বাংলার ক্রিকেটের ‘মহা তারকা’ সাকিবকে এক নজর দেখতে ভীড় জমান এলাকার মানুষ। ছোট বেলার বন্ধু, খেলার সাথীদের সাথে জমিয়ে আড্ডাও দেন এই তারকা ক্রিকেটার। সকাল ৮টায় ঈদের নামাজ শেষ হয়। এরপর স্থানীয় মানুষ, ভক্ত-সমর্থকদের সাথে কোলাকুলিও করেন তিনি।
ভক্ত-সমর্থকদের সাথে কিছু সময় কাটিয়ে তিনি বাসায় ফেরেন। এসময় তার সাথে তার স্থানীয় বন্ধুদের দেখা যায়। ঈদগাহতে নামাজ পড়তে এসে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এই ক্রিকেটার। এ সময় মাঠে উপস্থিত ছিলেন সাকিবের বাবা মাশরুর রেজা, স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আবু নাসের বেগসহ গণ্যমান্য ব্যক্তিরা।
চোটে থাকায় আফগানদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি সাকিব। মিরপুরের হোম অব ক্রিকেটে কয়েক দিন অনুশীলন করে গত ১৯ জুন তিনি কানাডায় চলে যান। ঈদ উদযাপন করতে গত ২৭ জুন মধ্যরাতে স্ত্রী, সন্তানদের নিয়ে দেশে ফিরে আসেন এই ক্রিকেটার।
আগামি ১ জুলাই থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে চোট কাটিয়ে মাঠে ফিরবেন সাকিব। অনুশীলন ক্যাম্পেও যোগ দেবেন তিনি। ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post