নিজস্ব প্রতিবেদক:: জাতীয় চ্যাম্পিয়নশিপের দু্ই স্তরের শুরু থেকেই টায়ার একে ছিলো সিলেট জেলা দল। দুর্ভাগ্য বশত গত মৌসুমে টায়ার দুইয়ে নেমে যেতে হয় সিলেটকে। তবে এক বছর যেতে না যেতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টায়ার দুই থেকে আবারো একে উঠলো সিলেট জেলা দল।
সিলেটের গ্রুপে ছিলো জামালপুর, লক্ষীপুর ও পটুয়াখালী জেলা দল। সিলেট এবং জামাল জেলা দল দু’টি করে ম্যাচ জিতে। রোববার জামালপুর নিজেদের শেষ ম্যাচটি জিতে যায়। পয়েন্ট সমান হওয়াতে হেড টু হেড বিবেচনায় গ্রুপ চ্যাম্পিয়ন হয় সিলেট। জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ শুরু করেছিলো সিলেট্
তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া সিলেট জেলা দল মাত্র এক মৌসুম কাটিয়েছে টায়ার দুইয়ে। গত বছর টায়ার দুইয়ে অবনমন হয়েছিলো সিলেটের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post