নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবম আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রংপুর রাইডার্স। যেখানে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর সেই ম্যাচ মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে দুপুর ২টায়।
এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। যেখানে জিতেছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দুই দলের লড়াইটা মূলত কোয়ালিফায়ার নিশ্চিত করার। দুই দলের সামনেই রয়েছে সেই সুযোগ। ১১ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই ও তিন নম্বরে যথাক্রমে রংপুর ও কুমিল্লা। রান রেটে খানিকটা এগিয়েই দুই নম্বরে অবস্থান রংপুরের।
তবে এই ম্যাচ একটু বড় ব্যবধানে জিততে পারলেই, দুই নম্বরে থেকে গ্রুপ পর্বে শেষ করবে কুমিল্লা। অপরদিকে রংপুরের কাছে শুধুমাত্র জিতলেই চলবে ম্যাচটি। নিশ্চিত হয়ে যাবে কোয়ালিফায়ার। যার ফলে একে তো বড় দুই দলের লড়াই, তার উপর উত্তেজনা বাড়িয়ে দিয়েছে কোয়ালিফায়ারের সমীকরণ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post