স্পোর্টস ডেস্ক:: মহেন্দ্র সিং ধোনী। অধিনায়কত্বে জিতিয়েছেন অনেক ম্যাচ। গ্লাভস হাতে উইকেটের পেছনে থেকেও অনেক জয়ের কারিগর তিনি। উইকেট কিপিং গ্লাভস হাতে তিনি এখনো কতটা দক্ষ সেটা আরো একবার দেখালেন। গ্লাভস হাতে দুর্দান্ত ধোনীর পর ব্যাট হাতে কনওয়ে, তাতেই সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে ৮ বল হাতে রেখে সাত উইকেটের দারুণ জয়।
আগে ব্যাট করতে নামা হায়দ্রাবাদ ১৩৪ রান তুলে। বোলারদের নৈপূণ্যতার সঙ্গে অধিনায়ক ধোনীল বুদ্ধিদীপ্ত কিপিংয়ে হায়দ্রাবাদ বেশি রান তুলতে পারেনি। জবাবে খেলতে নামা চেন্নাই সুপার কিংস মাত্র তিন উইকেট হারিয়ে কনওয়ের ফিফটিতে সহজ জয় নিশ্চিত করে।
টস হেরে ব্যাট করতে নামা হায়দ্রাবাদকে শুরু থেকেই চেপে ধরেন ধোনীরা। উইকেটের পেছনে ধোনী কতটা কার্যকরী সেটাই দেখেছেন সমর্থকেরা। মার্করামকে ফিরিয়েছেন দুর্দান্ত এক ক্যাচে। আগারওয়ালকে করেছেন স্টাম্পড। সরাসরি থ্রোতে ওয়াশিংটন সুন্দরকে রানআউট করে ফিরিয়েছেন সাজঘরে। ধোনী এমনই। তাতেই হায়দ্রাবাদ ৭ উইকেটে ১৩৪ রানে আটকে যায়।
হায়দ্রাবাদের অভিষেক শর্মা সর্বোচ্চ ৩৪ রান করেছেন। ব্যারি ব্রুকের ব্যাট থেকে এসেছে ১৮ রান। ২১ রান করেছেন রাহুল ত্রিরিপিত্তি। ১৭ রান করেছেন হ্যানরিক্স। সমান ১৭ রানে অপরাজিত থেকেছেন মার্কো জেনসন।
চেন্নাইয়ের হয়ে রবীন্দ্র জাদেজা নিয়েছেন ৩টি উইকেট।
১৩৫ রানের টার্গেটে খেলতে নামা চেন্নাই দুই ওপেনার ঋতুরাজ ও কনওয়ের উদ্বোধনী জুটিতেই পেয়ে যায় ১৩৮ রান। দুই চারে ৩০ বলে ৩৫ রান করে ঋতুরাজ সাজঘরে ফিরলেও কনওয়ে হাফ সেঞ্চুরিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৫৭ বলে ৭৭ রান আসে তার ব্যাট থেকে। হাফ সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন বার চার ও এক ছক্কায়।
হায়দ্রাবাদের হয়ে মায়াঙ্ক মার্কান্ডো ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post