স্পোর্টস ডেস্কঃ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগের ফাইনালে জায়গা করে নিলো সারে জাগুয়ার্স। শুক্রবার রাতে প্রথম কোয়ালিফায়ারে লিটন দাসের দল ভ্যাঙ্কুভার নাইটসকে ৩৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে। যদিও দলের ফাইনাল নিশ্চিতের ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন। ১৯ বলে ১৬ রান করেন এই কিপার-ব্যাটসম্যান।
ব্রাম্পটনে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে জাগুয়ার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক ইফতিখার আহমেদ। এ ছাড়া আয়ান ২৯ এবং হারিস ২০ রান করেছেন। বাংলাদেশের লিটন দাস এক ছক্কা ও এক চারে ১৬ রান করেছেন। ভ্যানকভারের হয়ে জুনাইদ সিদ্দিকী চারটি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন রুবেন ট্রাম্পেলমান ও কার্তিক মিয়াপ্পান।
১৪০ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নাইটস। ইনিংসের প্রথম ওভারেই রায়ান পাঠানকে হারায় তারা। ৪ রান করেন ডানহাতি এই ব্যাটার। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানও। তিনি আউট হয়েছেন ৪ রানে। চারে নেমে ৬ রানের বেশি করতে পারেননি রাসি ভ্যান ডার ডুসেন। ৪ রানে ফিরেছেন পাঁচে নামা হার্শ ঠাকুর। তিনে নামা করবিন বশ অনেকক্ষণ টিকে থাকলেও দ্রুত রান তুলতে পারেননি।
২১ বলে বশ করেছেন ১২ রান। শেষ দিকে ফ্যাবিয়ান অ্যালেনের ২৭ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। বাকিরা আর কেউই সেভাবে দাঁড়াতে না পারায় শেষ পর্যন্ত ১০১ রানে অল আউট হয় নাইটস। জাগুয়ার্সের হয়ে ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন ফোর্ড। এ ছাড়া হেইলিগার দুটি, সন্দীপ লামিচানে, জনসন, আমার খালিদ এবং আয়ান নিয়েছেন একটি করে উইকেট। দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ফোর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post