নিজস্ব প্রতিবেদক:: সিলেটের পেস তারকা তানজিম হাসান সাকিবকে দেখা যাবে গ্লোবার সুপার লিগে। বিশ্বের নানা প্রান্তের পাঁচ দলের এই টুর্নামেন্টে সাকিব খেলার কথা গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে। ক্যারিবিয়ান দ্বীপের ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে বাংলাদেশের তরুণ এই তারকা ক্রিকেটারকে।
গায়ানায় আগামি ২৬ নভেম্বর শুরু হবে গ্লোবাল সুপার লিগ। শেষ হবে ৭ ডিসেম্বর। প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। গায়না ছাড়াও এ্ই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের রংপুর রাইডার্স, পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।
পাঁচ দলের লিগটি হবে ১১ ম্যাচের। সব ম্যাচই হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা তানজিম হাসান সাকিবকে খেলতে হবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের বিপক্ষেও।
চোটের কারণে আফগানিস্তান সিরিজে দলে না থাকা তানজিম সাকিব এই টুর্নামেন্টে খেলতে পারবেন কিনা এখনো নিশ্চিত নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ছাড়পত্র দিলে তবেই খেলতে পারবেন। একই সময় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ থাকায় বিসিবি ছাড়পত্র দেবে কিনা তা নিয়ে কিছুটা শঙ্কা আছে।
গ্লোবার সুপার লিগ চলাকালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। এই সফরে বাংলাদেশ ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ খেলবে। সিরিজের প্রথম টেস্ট ২২ নভেম্বর। সাকিব যদি টেস্ট সিরিজের দলে না থাকেন, তবেই তিনি খেলতে পারবেন। যদিও এখনো বাংলাদেশের হয়ে টেস্ট খেলা হয়নি তার।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর। তার আগেই ৭ ডিসেম্বর শেষ হয়ে যাবে গ্লোবার সুপার লিগ। ফলে ওয়ানডে সিরিজের দলে থাকলে তিনি তানজিম হাসান সাকিব গ্লোবাল সুপার লিগ খেলতে পারবেন। দেশের বাইরে এখনো কোনো লিগে না খেলা তানজিম দেশের হয়ে ১৫টি টি-২০ ম্যাচে খেলেছেন। তাতে শিকার করেছেন ২০টি উ্ইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/ডেস্ক/০০